আন্তর্জাতিক জেলার খবর দেশের খবর বিনোদন রাজ্যের খবর

দুর্গাপুরে প্রকাশিত হলো শিবদাস রুদ্রের লেখা উপন্যাস ‘ বনাঞ্চল রাজকাহিনী’

“তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদঘাটন, সূর্যের মতন ।”
দুর্গাপুরের বিধাননগরের একটি সভাগৃহে প্রকাশিত হলো কবি ,সাহিত্যিক শিবদাস রুদ্রের লেখা একটি উপন্যাস ‘বনাঞ্চল রাজকাহিনী ’। এটি লেখকের লেখা ষষ্ঠ পুস্তক । শিল্প শহর দুর্গাপুর কয়েক বছর ধরে শিক্ষা ,সাহিত্য ও সংস্কৃতি দিক থেকে বেশ উন্নত ।পুস্তক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উওরসূরী সাহিত্যিক সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায় , সাহিত্যিক কালীপ্রসাদ দও , প্রেসিডেন্ট রোটারি ক্লাব অনুপ মুখার্জ্জী, সমাজ সেবক অমিতাভ ব্যানার্জ্জী , বাচিক শিল্পী গৌতম চক্রবর্তী , কবি স্নেহাশীষ মুখোপাধ্যায় , শিল্পী ইলা পাল , শিল্পী তরুণ সাহা , বাচিক শিল্পী হৃদয় সাঁই ,শুভ্রা পাল , অর্চনা সিংহরায় ,আন্তরিক পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায় প্রমুখ সহ আরো পঞ্চাশ জন কবি সাহিত্যিক ও শিল্পীরা । সাহিত্যিক শিবদাস রুদ্র সাহিত্য চর্চা করতেন শৈশব থেকেই তবে ব্যাপকভাবে শুরু ৭৪ বছর বয়সে । শিবদাস বাবু সাহিত্য জগতের এক অনুপ্রেরণার নাম । আজ ৭৮ বছর বয়সে এসে উনি অনবরত লিখে চলেছেন ও লেখাগুলি পুস্তক আকারে প্রকাশ করে চলেছেন । পাঠকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন কয়েক বছরে। অনুষ্ঠানে বাংলা সাহিত্য নিয়ে আলোচনা , কবিতা পাঠ , সংগীত ,নৃত্য , শ্রুতিনাটক ,গল্প পাঠ সব মিলিয়ে সব বর্ণাঢ্য সভা চলে পাঁচ ঘন্টা ধরে । অনুষ্ঠান মঞ্চ থেকে কবি সাহিত্যিক ও শিল্পীরা দাবী করেন বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সম্পূর্ণ কলকাতাকেন্দ্রিক করে রাখা হয়েছে । দুর্গাপুরে এতো প্রতিভা থাকা সত্বেও কবি সাহিত্যিকদের চর্চা করার জন্য স্বল্পমূল্যে কোনো সরকারী সভাগৃহ নেই । আমরা সরকারী সহযোগিতা থেকে বঞ্চিত ।অতি সত্বর আমাদের চর্চা করার জন্য সরকারী সভাগৃহের ব্যবস্থা করা হোক তবেই সাহিত্য ও সংস্কৃতির পথে এগিয়ে আসবে আগামী প্রজন্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *