রাজ্যের খবর জেলার খবর

সাংবাদিকতা বিষয়ক কর্মশালা।

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ সম্প্রতি সাংবাদিকতা নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল ইনোভেটিভ সেন্টার কম্পারেটিভ ইন্ডিয়ান লিটারেচর এন্ড লোকাভরণ সাইন্টিফিক রিসার্চ (ICCILLSR) এর পক্ষ থেকে। গড়িয়া এলাকায় প্রতিষ্টানের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। কলেজ পড়ুয়া, ছোট পত্রিকা এবং ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত প্রায় পঞ্চাশ জন শিক্ষানবিশ এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন।

সংস্থার সভাপতি প্রফেসার ডক্টর বিপ্লব চক্রবর্তী বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই এই পেশার সাথে যুক্ত হচ্ছেন। যারা বিষয়টি নিয়ে লেখাপড়া করেছেন তারা হয়ত কিছুটা জানেন। তবে যারা এই পেশাটাকে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে অথবা অর্থের অভাবে কোনো প্রতিষ্টান থেকে শিক্ষাপ্রাপ্ত হতে পারেন নি, কিন্তু পেশাটাকে ভালোবেসে কাজ করছেন। তাদের জন‍্য এই ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে সাহায‍্যকারীও। তিনি জানান, এদিন রাজ‍্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ জন ব্যক্তি এই কর্মশালায় উপস্থিত ছিলেন। সংবাদ মাধ‍্যমের কাজ কি, কিভাবে সংবাদ পরিবেশন করবেন, ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়ার পার্থক্য কি, এই রকম বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উক্ত শিক্ষা প্রতিষ্টানের সাথে যুক্ত অভিজ্ঞ সাংবাদিকগন। সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় উপস্থিত ছিলেন প্রতিষ্টানের কর্ণধার ড. সুভাষ হালদার, সভাপতি প্রফে.ড. বিপ্লব চক্রবর্তী, বিশিষ্ট ও প্রবীন সাংবাদিক সাজাহান সিরাজ, সাংবাদিক রক্তিম দাস প্রমুখ ব‍্যাক্তি। কর্মশালার মূল উদ্যোক্তা ও পরিচালক ছিলেন সাংবাদিক সানওয়ার হোসেন। সব শেষে সংস্থার (ICCILLSR) এর পক্ষ থেকে শিক্ষানবিশদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত শিক্ষানবিশরা আগামীদিনে এই ধরনের আরও প্রশিক্ষনের দাবি রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *