রাজ্যের খবর

কুমারী পূজার কাহিনী! বেলুড়মঠে সম্পন্ন হলো কুমারী পূজা, নেপথ্যে কোন কাহিনি??

বিউরো ঃ- চিরাচরিত রীতি মেনেই বেলুড়মঠে সম্পন্ন হলো কুমারী পুজো। বুধবার অষ্টমীর সকালে প্রথমেই অষ্টমী বিহিত পুজো অনুষ্ঠিত হওয়ার পর হয় কুমারী পুজো। ২০২১ এ রামকৃষ্ণ দেবের মন্দিরের পশ্চিম দিকের চাতালে কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষর তরফ থেকে।

করোনা আবহে এই পুজোয় দর্শনার্থীদের প্রবেশাধিকার ছিল না।

তবে গত বছর থেকেই কুমারী পুজোর নিয়মের ক্ষেত্রে একটু বিশেষ বদল হয়েছে। আগে মঠের সন্ন্যাসীরা কুমারীকে কোলে করে পুজোর স্থানে আনতেন। কিন্তু এখন কুমারীকে নিয়ে আসেন তার পরিবার। সমস্ত কোভিড বিধি মেনেই পুজন সম্পন্ন হয়েছে , এমনকি কুমারীর মুখেও ছিল মাস্ক। চলতি বছরে কুমারী হিসেবে নির্বাচিত করা হয়েছে সোমশেখর চক্রবর্তী এবং শ্বেতশ্রী চক্রবর্তীর মেয়ে শরণ্যা চক্রবর্তীকে। তার বয়স বর্তমানে ৫ বছর ১০ মাস।

স্বামী বিবেকানন্দ বেলুড়মঠে কুমারী পুজোর সূচনা করেছিলেন ১৯০১ সালে। মা সারদার উপস্থিতিতে মোট ৯জন কুমারীকে আরাধনা করা হয় সেই বছর। চিরাচরিত রীতি অনুযায়ী মৃন্ময়ী দেবীর পাশেই পূজিত হন কুমারী। চলতি বছরে বুধবার সকাল নটার সময় বেলুড়মঠে কুমারী পুজো শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *