রাজনৈতিক খবর

শুভেন্দু অধিকারীর অষ্টমীর অঞ্জলি প্রদান কাঁথির নান্দনিক এর পুজো মণ্ডপে!

বিউরো ঃ- আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে চলছে অঞ্জলির প্রস্তুতি। হবে কুমারী পুজো।

পুজোর মধ্যেই সুখবর। জরুরি ভিত্তিতে শিশু-কিশোরদের দেওয়া যাবে কোভ্যাক্সিন। ডিসিজিআইকে কমিটির সুপারিশ। চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষা।

অষ্টমীতে অসুর হতে পারে আবহাওয়া। আজ থেকে উপকূলের জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

নবমীতে কলকাতায় হতে পারে বৃষ্টি।

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। একদিনে আক্রান্ত আটশোর কাছে, ১০জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে উদ্বেগ রইল কলকাতায়। করোনার মধ্যেই পুজোর ভিড় দেখে শঙ্কিত চিকিত্‍সকরা। শিশুদের নিয়ে বাইরে না বেরোনার পরামর্শ।

অনুভবে সেরা পুজোর সম্মান বোসপুকুর শীতলা মন্দিরের। সহমর্মিতায় সেরা নলিন সরকার স্ট্রিট। নান্দনিকতায় স্বীকৃতি কাশী বোস লেনের।

মণ্ডপ সজ্জায় করোনা আবহে ঘরবন্দি জীবনের ছবি। অভিনবত্বে শারদ আনন্দ সম্মান বেলেঘাটা ৩৩ পল্লির। উপস্থাপনায় সেরা ভবানীপুর অবসর।

লোক সংস্কৃতি প্রয়োগে সেরা পশ্চিম পুটিয়ারি পল্লি উন্নয়ন সমিতি। ইতিহাস চেতনায় উল্টোডাঙা বিধান সঙ্ঘ। সংস্কৃতি ভাবনায় কাঁকুড়গাছি যুবকবৃন্দকে স্বীকৃতি।

শিল্পবোধে সেরা কালীঘাট মিলন সঙ্ঘ। মণ্ডপের জায়গায় বিশাল দর্পণ। বর্ণবৈচিত্রে সেরা লালাবাগান নবাঙ্কুর সঙ্ঘ। হস্তশিল্পে সেরা ভবানীপুরের অগ্রদূত উদয় সঙ্ঘ।

মহাকাব্যের পুষ্পকরথ থেকে কেমন দেখাত পৃথিবী? উড়ন্ত পাখির চোখে উত্‍সবমুখর তিলোত্তমা। এবিপি আনন্দে আকাশপথে পুজো,দিনভর।

মুম্বইয়ে পারিবারিক পুজোয় কাজল। দুবাই থেকে জার্মানি, কানাডা, ওয়াশিংটন ডিসি, ডেনমার্কেও উমা বন্দনায় প্রবাসী বাঙালিরা।

করোনা পরিস্থিতির মধ্যে পুজোর আয়োজন। সতর্কতা মেনে মাতৃবন্দনার আয়োজনের জন্য ২০টি পুজো কমিটি পেল এবিপি আনন্দ সুরক্ষা পুরস্কার।

গোর্খা-সমস্যা নিয়ে শাহর বৈঠকের দিনই ফের রাজ্য-রাজভবন সংঘাত। পাহাড়ে আমলাতন্ত্রের অভিযোগে সরব রাজ্যপাল। দিল্লির নির্দেশে কথা বলছেন, পাল্টা তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *