রাজ্যের খবর

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৯.২৫ শতাংশ,প্রথম দশে ৮৭ জন।

প্রকাশিত হল উচ্চমাধ্যমিক ২০২৩-এর পরীক্ষার ফলাফল। এ বছরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার, আর এই সাড়ে আট লক্ষের বেশি পরীক্ষার্থীর জীবনে এটাই ছিল প্রথম বড় পরীক্ষা। এর আগে মাধ্যমিক দেওয়ার অভিজ্ঞতাই নেই কোনও পরীক্ষার্থীর। অতিমারিকালে দু’বছর ধরে মাধ্যমিক পরীক্ষাই হয়নি। তাই এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাইরের স্কুলে গিয়ে পর্ষদের পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি। চলতি বছরের মার্চে হওয়া উচ্চমাধ্যমিকই ছিল তাঁদের জীবনের প্রথম বড় পরীক্ষা।এবছর পাশের হার ৮৯.২৫ শতাংশ । মেয়েদের তুলনায় এগিয়ে ছেলেরা । উচ্চমাধ্যমিকে এই বছর (‌২০২৩)‌ পাশের হারের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার ৯৫.৭৫ শতাংশ। এই তালিকার দশম স্থানে রয়েছে কলকাতা। এবার প্রথম দশজনের মধ্যে রয়েছে ৮৭ জন। যা গতবারের তুলনায় অনেক কম। এবার উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের প্রাপ্ত নম্বর ৪৯৬।দ্বিতীয় হয়েছেন দু’জন । বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান এবং উত্তর দিনাজপুরের আবু সামা । তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫ ।৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস।মেধা তালিকায় স্থান পেয়েছে হুগলি থেকেই ১৮ জন। কলকাতা থেকে মাত্র তিন জন মেধাতালিকায়।

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে পাশের হারের নিরিখে ফের সেরা পূর্ব মেদিনীপুর হারে এবার (৯৫.৭৫ শতাংশ)। মাধ্যমিকেও পাশের হারে প্রথম ছিল পূর্ব মেদিনীপুর। দুই নম্বরে দক্ষিণ ২৪ পরগণা, তিন কালিম্পং । দশে রয়েছে কলকাতা ।এবার ৬০ শতাংশ ও তার বেশি নম্বর পেয়েছে ২ লাখ ৭৩ হাজার ৫৮০ জন। অর্থাৎ ৩৮.৬৮ শতাংশ। ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৫২ হাজার ৮৭৮ জন। অর্থাৎ ৬.৬৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *