জেলার খবর

সরিষা ২৪৬ মোড়ে যথাযথ মর্যাদায় পালন করা হলো বিদ্রোহী ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।

বুধবার ২৪শে মে বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ তথা বিদ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। বাংলা সাহিত্যে “বিদ্রোহী কবি” হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ,গল্পকার ও নাট্যকার। তাঁর কবিতা,গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তাঁর কবিতা আর গানের মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলিষ্ঠ প্রতিবাদ। তারই পরিপ্রেক্ষিতে আজ যথাযোগ্য মর্যাদায় বিনম্রতা ও শ্রদ্ধার সহিত আজ ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকে ২৪৬ মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে এই দিনটি পালন করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক সভাপতি তথা বিশিষ্ঠ সমাজ সেবী অরুময় গায়েন,সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতৃত্ব শামীম আহমেদ মোল্লা,কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক, শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,২নম্বর ব্লকের মহিলা সভানেত্রী শিপ্রা কাঠাল, সহ সভাপতি বিমলেন্দু বৈদ্য, সংখ্যালঘু সেলের সভাপতি রফিক মোল্লা,মইদুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *