স্বাস্থ্য

সাবধান! চিন্তা বাড়াচ্ছে ওমিক্রণ! ওমিক্রণ এর থাবা এবার তিন বছরের শিশুর শরীরে ও,মহারাষ্ট্রের নতুন করে ৭ আক্রান্তের খোঁজ মিলল!

তনুশ্রী ভান্ডারী ডেস্ক ঃ- আতঙ্ক বাড়িয়ে ভারতেও আবার শিশুর শরীরে Omicron-এর থাবা।মহারাষ্ট্রে সাড়ে তিন বছরের শিশুর শরীরে মিলল omicron-এর সংক্রমণ। একইসঙ্গে আরও সাত জনের নতুন করে omicron আক্রান্তের হদিশ মিলল এদিন। এদের মধ্যে তিন জন মুম্বইয়ের বাসিন্দা। বৃহন্মুম্বই পুরসভার সূত্রে খবর, এরা তানজানিয়া, ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকা- নাইরোবি থেকে ভারতে ফিরেছিলেন । ধারাভিতেও ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল। শুক্রবার বৃহন্মুম্বই পুরসভার তরফে জানান হয়েছে, ধারাভির এক বাসিন্দা সেভেন হিলস হাসপাতালে ভর্তি। তাঁর শরীরের ওমিক্রনের হদিস মিলেছে। ওই ব্যক্তি সম্প্রতি তানজানিয়া থেকে ফিরেছিলেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, শুক্রবারই গুজরাট থেকে আরও দুই বাসিন্দার Omicron রিপোর্ট পজিটিভের খবর আসে। প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর গুজরাটে প্রথম এক Omicron আক্রান্তের হদিশ মেলে। জামনগরের বাসিন্দা ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা হয়ে ভারতে ফিরেছিলেন। বিমানবন্দরে অবতরণের পরই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁর লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়। সেখানেই Omicron ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে আইসোলেট করে তাঁর সংস্পর্শে আসা সকলেরই RT-PCR টেস্ট করা হয়েছিল। তাঁদের মধ্যে দু’জনের শরীরে Omicron থাবা বসিয়েছে বলে জানা যাচ্ছে।একদিনে একলাফে আক্রান্তের সংখ্যা ২৫ থেকে পৌঁছল ৩২-এ। এ দিকে সারা ভারতে মোট ৩২ জন Omicron সংক্রমিতের হদিশ পাওয়া গিয়েছে। মোট এখনও পর্যন্ত দেশের রাজ্যে ছড়িয়েছে omicron সংক্রমণ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে জানান হয়েছে, এখনও পর্যন্ত omicron আক্রান্ত সকলেরই সামান্য উপসর্গ দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত রাজস্থানে ৯ জন, গুজরাতে ৩ জন, মহারাষ্ট্রের ১৭ জন, কর্নাটকে ২ এবং দিল্লিতে একজনের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। শুক্রবার স্বাস্থ্য দফতরের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে দেওয়া তালিকা অনুযায়ী ১২ টি ঝুঁকিপূর্ণ দেশে থেকে ভারতে যাঁরা এসেছিলেন তাঁদের করোনা পরীক্ষার পর ৮৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে আবার ১৩ জনের জিনোম সিকোয়েন্সিং-এ omicron-এর হদিশ পাওয়া গিয়েছে।

গত ১৪ দিন ধরে দেশে সংক্রমণের সংখ্যা ১০ হাজারের নীচে থাকছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।যদিও এখনও পর্যন্ত কেরালা সর্বাধিক করোনা সংক্রমণের খবর আসছে। গত সপ্তাহে সারা দেশের মধ্যে ৫২.৮ শতাংশ করোনা সংক্রমণের খবর এসেছে সে রাজ্য থেকেই। অন্যদিকে, Omicron আতঙ্কের মাঝেই বড় স্বস্তি। ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম দেশে সবচেয়ে কম কোভিড অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে দেশে চিকিত্‍সাধীন রোগীর সংখ্যা ৯৪ হাজার ৯৪৩। এদিকে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫০৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৬৭৮। একদিনে মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *