Blog

দীপাবলি পূজা – এর নিধান, নির্ঘণ্ট ও তত্ত্বকথা সম্পর্কে জেনে নিন!

বিউরো ঃ- যদিও বা বাঙালিদের কাছে দীপাবলির অর্থ সারা বাড়ি প্রদীপের আলোয় সাজিয়ে তোলার সঙ্গে সঙ্গেই দীপান্বিতা অমাবস্যা অর্থাত্‍ কালীপুজোর রাত। নিশি মেনেই এইদিন আদ্যাশক্তির আরাধনা করা হয়। তবে সমগ্র ভারতে এর ভাবনা বেশ অন্যরকম। দীপাবলির অর্থাত্‍ কৃষ্ণপক্ষের পঞ্চদশ দিনে আলোর উত্‍সব এবং ধন সমৃদ্ধির উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা। প্রতিবছর তারিখ যদিও বা বদলাতে থাকে। […]