তনুশ্রী ভান্ডারী ডেস্ক ঃ-গত কয়েকদিন ধরেই রাজ্যে তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি বিধিনিষেধ চালু করা হয়েছিল।তার ফল স্বরূপ দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তকরন এর হার ও হ্রাস পেয়েছে। সামান্য হলেও মিলল স্বস্তি, লকডাউন বিধি শিথিল করল রাজ্য সরকার। আগের নির্দেশিকায় বলা হয়েছিল, বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি জড়ো হওয়া যাবে না। এদিনের নির্দেশিকায় বলা হয়, এই সময়ে একটি বিয়ে বাড়িতে সর্বোচ্চ ২০০ জন জড়ো হতে পারবেন। খোলা জায়গায় মেলা করার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। তবে তা করতে হবে কোভিড বিধি মেনে। মেলা অনুষ্ঠিত করার বিধি শিথিল করায় অনেকে মনে করেছেন বইমেলা হওয়ার ক্ষেত্রে খুব একটা বাধা রইল না।
