বিউরো :- বিজেপির ভাঙ্গন অব্যাহত রেখে সোমবার বীরভূমের রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলে প্রায় ২০০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লেখালেন।
এদিন ভবানীপুর অঞ্চলের মুরাদগঞ্জ, গুরকাটা, টাবাডুমরা, বেলেরা ও পেরুল সহ বিভিন্ন এলাকা থেকে এই সকল কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখান।
তৃণমূলের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।