হেদায়েতুল্লাহ পুরকাইত :- দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার নেতাজি গ্রাম পঞ্চায়েত শিউলিশ গেট এলাকায় মা ও ছেলের জোড়া খুন কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা নাগাদ বেশ কিছু দুষ্কৃতী বাড়ির মধ্যে হঠাৎই প্রবেশ করে এবং বছর তিরিশের মঞ্জুআরা বিবি ও তার তিন বছরের ছেলে মিজানুর রহমান পাইক কে খুন করে। এরপর স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘরের মধ্যে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মঞ্জুআরা বিবি। মৃতের গলা,হাত ও পায়ে কাটা চিন্হ দেখতে পাওয়া যায়। এরপরই ঢোলাহাট থানায় খবর দেয়া হলে ঢোলাহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এই ঘটনায় মঞ্জুআরা বিবির স্বামী আনোয়ার পাইককে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার পাইকের দ্বিতীয় স্ত্রী ছিল মঞ্জুয়ারা, তবে কি কারণে এই ঘটনা তার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।
