নাজির সেখ, ডায়মন্ড হারবার:- দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার পৌরসভায় সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ উৎসব পালন করল তৃণমূল কংগ্রেসের পক্ষে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক রাজ্যের প্রত্যেকটি পৌরসভা বিভিন্ন এলাকায় সবুজায়নের লক্ষ্যে পালন করছে বৃক্ষ রোপনের মাধ্যমে,এবার ডায়মন্ড পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি উত্তর হাজীপুর এক্সেঞ্জ অফিস চত্বরে দুইশত বিভিন্ন গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ পালন করল। উপস্থিত ছিলেন ডা:হা: পুরতে কর্মাদক্ষ গৌতম অধিকারী,দক্ষিণ ২৪পরগনা,ছাত্র পরিষদের সভাপতি অমিত সাহা,যুব জয়েন কনভেনর সৌমেন তরফদার,১৫নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবকী হালদার,সৌজন্যে ইনসান গায়েন, ও শিক্ষিকা মৃতা দি সহ ডা:হা: পৌর এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব।
