গ্রামগঞ্জ থেকে শহরের যাতায়াতের ব্যবস্থার উন্নতি আনতে একের পর এক রাস্তাকে মজবু রাস্তা করার জন্য কংক্রিটের করা হচ্ছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জীর প্রচেষ্টায় সারা বাংলা জুড়ে যে উন্নয়নের ধারাবাহিকতায় চলছে, তারই অংশ হিসেবে ডায়মন্ড হারবার ১নং ব্লক অন্তর্গত পারুলিয়া GP র কালিচরণ পুরে ১.৩কিমি দীর্ঘ দিনের পুরানো রাস্তায় আজ ঢালাই এর কাজ শুরু হলো। উক্ত স্থানে শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ১নং ব্লক পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী গৌতম অধিকারী মহাশয় সহ উক্ত অঞ্চলের উপপ্রধান শুকদেব হালদার সহ তৃনমূল যুব কংগ্রেস এর অঞ্চল সভাপতি বিজয় কুমার মন্ডল সহ প্রমুখ।
