তনুশ্রী, ডেস্ক :- লাখো লাখো মানুষ জন্মায়, লাখো লাখো শিল্পী জন্মায় না। করোনা ভাইরাসের জেরে দীর্ঘদিন ধরে লকডাউনের জেরে বন্ধ ছিলো যাত্রাপালা , লকডাউনের জেরে বন্ধ হতে চলেছিলো যাত্রা পালা কাজ হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিলো যাত্রা শিল্পীরা। লকডাউন কিছুটা শিথিল হতে যাত্রা শিল্পকে বাঁচাতে নতুন করে শুরু করতে চলছে যাত্রা শিল্পীরা। অষ্টমী নাট্য সংস্থার পক্ষ থেকে সরকারি সমস্ত নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নতুন করে যাত্রাপালা শুরু করে। অষ্টমী নাট্য সংস্থার পক্ষ থেকে যাত্রা শিল্পীদের নিয়ে নতুন করে পথচলা শুরু করলো। ডায়মন্ড হারবার ২ নং ব্লকে রায়চকে সভাকক্ষে বুধবার উদ্বোধন হলো।
