জেলার খবর রাজ্যের খবর

ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে হুমকি দিয়ে মাসের-পর-মাস অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, গর্ভবতী নির্যাতিতা ছাত্রী, গণধোলাই এর পর গ্রেফতার অভিযুক্ত

বাবলু প্রামাণিক, বারুইপুর: প্রতিবেশী বাবলু ঢালী পেশায় গাড়িচালক, তার একটি মেয়ে আছে যে ক্লাস থ্রিতে পড়ে। আর নিজের মেয়েকে পড়ানোর জন্য প্রতিবেশী অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাড়িতে ডেকে আনে। ফাঁকা বাড়িতে সেই ছাত্রীকে ধর্ষণ করে বাবলু ঢালী। এমনকি নির্যাতিতা কে হুমকি দিয়ে বলে এই কথা বাইরে কাউকে জানালে নির্যাতিতার ছোট বোনকে খুন করবে। নির্যাতিতা ছাত্রী ভয় বাড়িতে কিছু বলতে পারিনি। এভাবেই চলতে থাকে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের-পর-মাস। ছলে বলে কৌশলে কখনো অংক শেখানো, কখনো বা আঁকা শেখানোর নাম করে নির্যাতিতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত বাবলু ঢালী, আর চলত ধর্ষণ। মাসের-পর-মাস এই ঘটনা ঘটার পরে নির্যাতিতা ছাত্রী গর্ভবতী হয়ে পড়ে। শনিবার ছাত্রীর অস্বাভাবিক শারীরিক গঠন দেখে বাড়ির লোক সন্দেহবশত চাপাচাপি করায় নির্যাতিতা ছাত্রী সমস্ত কিছু খুলে বলে তার মায়ের কাছে। পাশাপাশি নির্যাতিতা এও জানায়, বাড়ির ছোট বোনকে খুন করার হুমকি দিয়েছিল প্রতিবেশী বাবলু ঢালি তাই সে ভয়ে কিছু বলেনি। এরপরে শনিবার বিকেলে অভিযুক্ত বাবলুকে এলাকাবাসীরা ইলেকট্রিক পোস্টের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে। খবর যায় বারুইপুর থানার পুলিশের কাছে। বারুইপুর থানার পুলিশ অভিযুক্ত বাবলুকে উদ্ধার করে নিয়ে আসে এবং তাকে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতার পরিবার শনিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে। নির্যাতিতা অষ্টম শ্রেণীর ছাত্রীর ওপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালানো অভিযুক্ত বাবলু ঢালীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *