জেলার খবর রাজ্যের খবর স্বাস্থ্য

ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার পক্ষ থেকে কোভিড যোদ্ধাদের হাতে তুলে দেওয়া হলো স্বাস্থ্যসম্মান

নাজির সেখ:- পশ্চিমবঙ্গ সরকারের জেলা স্বাস্থ্য আধিকারিক ও পরিবার কল্যাণ সমিতি ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার পক্ষ থেকে আজ এই কোভিড মহামারীর পরিস্থিতিতে যারা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে সেই সমস্ত ডাক্তার নার্স ও সাংবাদিক বন্ধুদের সম্মানিত করা হলো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলাশাসক dr. P.ulga Nathan সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, ডায়মন্ড হারবার এর বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ রায়, ডায়মন্ডহারবার এইচডিও সুকান্ত সাহা , বিভিন্ন ব্লগের ব্লগার নয়ন আধিকারিক সহ একাধিক বিশিষ্ট আধিকারিকেরা। এদিন একদিকে যেমন ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় আগামী দিনে কি কি নতুন স্বাস্থ্যপরিসেবা আসছে এদিনের অনুষ্ঠান থেকে যেমন ঘোষণা করা হয় ঠিক তেমনি বীরযোদ্ধাদের সম্মানিত করা হয় এদিন। পাশাপাশি নামখানার দশম শ্রেণীর ছাত্রী দীপিকা সাউ কেউ এদিন পুরস্কৃত করা হয় বাল্যবিবাহ রোধে অন্যতম ভূমিকা পালন করার জন্য। সাথে কাকদ্বীপ হসপিটাল এদিন বাংলার মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *