বিউরোঃ শনিবার সকালে এক তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গয়েশপুরে। জানা গেছে, পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের আদিবাসীপাড়ার শ্রীপল্লিতে ঝোপ-জঙ্গলের মধ্যে একটি মৃতদেহ দেখতে পান এলাকার মানুষ। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল নেতা মিন্টু দে কল্যাণী থানার আইসি স্বয়ং।
প্রথমে ওই মৃতদেহ অজ্ঞাতপরিচিত বলে মনে করা হলেও পরে জানা মৃত তরুণী এলাকারই। মৃতার নাম সোমা সাহা। তার বাবার নাম উত্তম সাহা। সে কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সোমা বুধবার সন্ধ্যায় জেরক্স করতে যায়। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। সোমার সঙ্গে সুদীপ্ত দাস নামে এক বিবাহিত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। মৃতার বাবার অভিযোগ, সুদীপ্তই তাঁর মেয়েকে খুন করেছে। অভিযোগের ভিত্তিতে সুদীপ্তকে গ্রেপ্তার করেছে কল্যাণীর পুলিশ। যদিও এবিষয়ে সুদীপ্তর বাড়ির লোক কোনও মন্তব্য করতে চায়নি। শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মিন্টু দে জানান, সুদীপ্ত খুন করে থাকলে ও দোষী প্রমাণিত হলে তাকে যোগ্য শাস্তি দেওয়া হোক।