জেলার খবর Blog রাজ্যের খবর

ডায়মন্ড হারবার পৌরসভার উদ্যেগে পালিত হলো অরণ্য সপ্তাহ উদযাপন।

নাজির সেখ, ডায়মন্ড হারবার: রাজ্য জুড়ে এই মুহূর্তে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ, প্রতিটি জেলায় চলছে এই মুহূর্তে বৃক্ষরোপণ কর্মসূচি । আর এই কর্মসূচি কে বাস্তবায়নের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোথাও বা চারাগাছ বিতরণ করছেন, কোথাও বা সরকারী খাস জমিতে গাছ লাগাতে ব্যস্ত।
নিজ নিজ ক্লাব এলাকাধিন জমিতে গাছ লাগাচ্ছেন বন আধিকারিক গন, ইয়াসে ক্ষতিগ্রস্ত ডায়মন্ড হারবার পৌরসভার সংলগ্ন এলাকায় কয়েক হাজার চারা গাছ লাগানোর লক্ষ মাত্রা নিয়ে যুদ্ধ কালীন তৎপরতায় কাজ শুরু করেছেন Iযে ভাবে একের পর এক এলাকাধিন অধিক সংখ্যক জনবসতির কারনে,নির্বিচারে চলছে গাছ কাটার পালা, প্রয়োজন কিম্বা অপ্রয়োজনে বৃক্ষ নির্মূল করতে নেমে পড়েছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী।
এমনি চলতে থাকলে অচিরেই শেষ হয়ে যাবে Iএকদিকে চলছে অরণ্য সপ্তাহ অপরদিকে চলছে বিশ্ব জনসংখ্যা দিবস আর এই বিশ্ব জনসংখ্যা দিবসের প্রাক্কালে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গুলিতেই চলছে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিশেষ সতর্কতামূলক বার্তা, এই সতর্কবার্তা দিয়ে এলাকার জনপ্রতিনিধি পরিবেশ প্রেমীরা ও প্রশাসনিক আধিকারিকরা মাঠে নেমে পড়েছেন।
উপস্থিত ছিলেন ডা:হা:বিধায়ক পান্নালাল হালদার, মহকুমা প্রশাসক সুকান্ত সাহা,এবং ডা:হা:১নম্বর ব্লক সভাপতি ও পৌরসভার পূর্তে কর্মদাক্ষ গৌতম অধিকারী সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *