Uncategorized রাজনৈতিক খবর রাজ্যের খবর

সরিষা হাই স্কুল মাঠ ও খাজেরপোল হসপিটাল মাঠ থেকে ডায়মন্ড হারবারের মানুষদের পুজো উপহার তুলে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নাজির সেখ, ডায়মন্ড হারবারঃ  উৎসবের মরশুমে “কল্পতরু” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর লোকসভা কেন্দ্রে প্রতি বছরের ন্যায় এবারও ডায়মন্ড হারবারের গরিব, অসহায়, দুঃস্থ মানুষদের জন্য পুজো উপহার দিলেন। প্রতি বছর ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভায় তাঁর প্রতিনিধিদের উপস্থিতে গরিব মানুষের হাতে নতুন জামা-কাপড় তুলে দেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। এবছর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজ হাতে প্রথমে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক সরিষা হাই স্কুল মাঠে এবং ১ নম্বর ব্লক খাজের পোল হসপিটাল মাঠে তৃণমূল আয়োজিত এই পুজো “উপহার” প্রদান অনুষ্ঠানে কোয়েক হাজার মানুষের হাতে পোশাক তুলে দেওয়া হয়েছে। এছাড়াও উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার বিধান সভার বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ডহারবার বিধান সভার পর্যবেক্ষন তথা এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় সামীম আহমেদ, বিশিষ্ট রাজ্য শিক্ষক নেতা মইদুল ইসলাম, ডা:হা: ২ নম্বর ব্লক সভাপতি তথা এই অনুষ্ঠানের সভাপতি অরুময় গায়েন, ডা:হা: সাংগঠনিক জেলার তৃণমূলের সভা নেত্রী মনমোহিনী বিশ্বাস, ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,  পুরসভার চেয়ার ম্যান প্রণব দাস,ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস,টাউন যুব সভাপতি সৌমেন তরফদার সহ ২ নম্বর ব্লকের সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রমুখ। লোকসভার অন্যান্য বিধানসভার পাশাপাশি পুজোর আগে তৃণমূলের নেতৃত্ব রা ডায়মন্ড হারবার বিধানসভাতে কম বেশি প্রায় ২০ হাজার দুঃস্থ মানুষের হাতে তুলে দেবেন অভিষেকের উপহার। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সামনে বছর থেকে এই পুজোর উপহার সাধারণ মানুষকে এরোকম ভাবে অনুষ্ঠান করে দেওয়া হবে না। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রা প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পুজোর উপহার বস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হবে। তিনি আরও জানান যেরোকম ভাবে লোকসভা তে মানুষের আশির্বাদে বিপুল ভোটে জয়ী করে নির্বাচিত হয়েছে আমাকে,আসা করি পরবর্তী লোকসভা তে আমাকে আরো বিপুল ভোটে জয়ী করে নির্বাচিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *