দেশের খবর

সমলিঙ্গ বিবাহ সরাসরি সম্প্রচার, কেন্দ্র এর জবাব চাইলো দিল্লি হাইকোর্ট !

তনুশ্রী ভান্ডারীঃ– সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি সংক্রান্ত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা হোক। এক সমলিঙ্গ দম্পতির মামলায় কেন্দ্র এর জবাব তলব করল দিল্লি হাইকোর্ট।মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন পাতিল ও বিচারপতি জ্যোতি সিং এর এজলাসে এই মামলার শুনানি ছিল। আগামী 3 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সেদিনই কেন্দ্রকে বিস্তারিতভাবে জবাব দিতে হবে। সমলিঙ্গ বিবাহকে স্পেশাল, হিন্দু ও বিদেশি ম্যারেজ অ্যাক্টের অধীনে আইনি স্বীকৃতির দাবিতে আদালতের দ্বারস্থ হন বেশ কয়েকজন দম্পতি। আবেদনকারীদের একাংশের তরফে সওয়াল করেন সিনিয়র আইনজীবী নীরাজ কিষান কাউল। তিনি জানান দেশের সাত থেকে আট শতাংশ মানুষের অধিকারের বিষয়টি এই মামলার সঙ্গে জড়িয়ে আছে। তাছাড়া, এর জাতীয় ও  সাংবিধানিকস্তরে বিশেষ গুরুত্ব রয়েছে। ফলে শুনানি নিয়ে বহু মানুষের আগ্রহ রয়েছে। তাই এর সরাসরি সম্প্রচার হওয়া দরকার। একই সঙ্গে তিনি জানান জাতীয় স্বার্থে কোনোও মামলার শুনানির সরাসরি সম্প্রচারের পক্ষেই মত দিয়েছিল সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেল। আইনজীবীদের বক্তব্য শোনার পর সংক্রান্ত পৃথক দু ‘টি মামলায় কেন্দ্রকে জবাব দিতে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *