রাজ্যের খবর

শীতের আমেজ উপভোগ করছে সকল বঙ্গবাসী! তবে উধাও হতে পারে শীত, কি বলছে আবহাওয়া দপ্তর?

তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ-নতুন বছরেও জাঁকিয়ে শীত পরেনি। যদিও ঠাণ্ডার আমেজ রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ এখন শেষের দিকে, এদিকে তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে।রাজ্যজুড়ে হিমেল হাওয়া অনুভূত হলেও, এখনই শীতের দেখা মিলবে না বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, কলকাতা শহরতলি জুড়ে থাকবে কুয়াশার দাপট।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাত্‍ বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ। সর্বনিম্ন ৩৮ শতাংশ। তবে, জানা গিয়েছে একটানা থাকবে না হিমেল হাওয়া। শুক্রবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। একটু একটু করে বাড়বে তাপমাত্রা। কাজেই শীত কার্যত উধাও হবে।

শুধু কলকাতাই নয়, কলকাতার পাশাপাশি জেলাগুলির তাপমাত্রাো এই মুহূর্তে নিম্নমুখী। আকাশ পরিষ্কার থাকায় জেলায় ঠাণ্ডার ভালোই দাপট থাকবে। এখনও পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভবনা নেই। যদিও এখনই শীত ধরা দিচ্ছে না। এর পিছনে কারণ হিসেবে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি ইতিমধ্যেই কাশ্মীরে প্রভাব ফেলতে শুরু করেছে। অন্যটি আসছে ৭-৯ জানুয়ারির মধ্যে। এর জেরে একটানা অনেকটাই দুর্বল থাকবে উত্তুরে হাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *