দেশের খবর প্রযুক্তি স্বাস্থ্য

বসছে আধুনিক প্রযুক্তির সেন্সর ! এবার ট্রেনে ধূমপান করলেই থেমে যাবে ট্রেন, পৌঁছে যাবে পুলিশ।

বসছে আধুনিক প্রযুক্তির সেন্সর ! এবার ট্রেনে ধূমপান করলেই থেমে যাবে ট্রেন, পৌঁছে যাবে পুলিশ।

ট্রেনে ধূমপায়ী যাত্রীদের সুখটানের দিন শেষ। এবার থেকে ট্রেনে ধূমপান করলে দুঃখ অবধারিত। কারন ট্রেনের কোচগুলিতে আধুনিক প্রযুক্তির সেন্সর বসানোর কাজ শুরু হয়েছে। রেলের পরিভাষায় এই ব্যবস্থাকে বলা হচ্ছে ‘ফায়ার ডিটেকশন অ্যান্ড ব্রেক অ্যাপ্লিকেশন সিস্টেম’। ট্রেনের মধ্যে যে কোনও ধরনের ধোঁয়া দেখা গেলে এই যন্ত্রের সাহায্যে প্রথমে অ্যালার্ম বেজে উঠবে। বার্তা যাবে কন্ট্রোল প্যানেলে।

কিছুক্ষণের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, বর্তমানে মোট ১০৯২টি দূরপাল্লার ট্রেন চলে। এর মধ্যে ১৪৩টি ট্রেনে ইতিমধ্যে এই প্রযুক্তি কার্যকর হয়েছে। যাত্রীবাহী সাধারণ কোচের পাশাপাশি প্রযুক্তিটি কাজে লাগানো হচ্ছে প্যান্ট্রি এবং পাওয়ার কারেও। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন,যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী নিরাপত্তা আমাদের কাছে সবসময় অগ্রাধিকার।এই ব্যবস্থার ফলে বেপরোয়া ধূমপায়ীদের পুরোপুরি বাগে আনা যাবে।ট্রেনের মধ্যে যে কোনও উৎস থেকে নির্গত ধোঁয়াকে শনাক্ত করার ক্ষমতা রয়েছে এই প্রযুক্তির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *