জেলার খবর আন্তর্জাতিক রাজ্যের খবর

ফ্রেজার সাহেবের বাংলো সংরক্ষণ জরুরি :ইতালি পর্যটক

বিউরোঃ ইতালিতে বসে আমরা ডায়মন্ড হারবার প্রেস ক্লাবের নাম শুনেছি।তাঁরা পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক ভূমিকা নিয়েছে। মাছ থেকে গাছ গঙ্গার জল দূষণ
নিয়ে । প্রেস ক্লাবের সভাপতি সাকিল আহমেদের নাম সুদূর ইউরোপের দেশগুলোতে আলোচিত হচ্ছে একজন পরিবেশ প্রেমী হিসেবে।সুদূর ইতালি থেকে এসে একথা বলেন কবি ও সমাজকর্মী বিপুল বিহারী হালদার।
তিনি বলেন ছোট ইলিশ বাঁচাতে আমি ছুটে এসেছি বকখালি বঙ্গোপসাগরের কুলে।নিজে হাটলাম বাংলার বুদ্ধিজীবীদের সঙ্গে পদযাত্রায়।
আসুন এই পৃথিবী বিখ্যাত ইলিশ প্রজাতিকে বাঁচাই।ডোডো পাখিদের মত নিশ্চন্হ হতে দেব না এই মাছকে।এখানে মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাস্তাঘাট সুন্দর হচ্ছে। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হলে কলকাতার কাছে পিঠে পর্যটকদের ভিড় বাড়বে।ফ্রেজার সাহেবের বাংলো সংস্কার প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন সাংবাদিক অমল সরকার, শুভাশিস ভট্টাচার্য, কবি অরুণ কুমার চক্রবর্তী প্রমুখ।
সাংবাদিক অমল সরকার বলেন ইলিশ সংরক্ষণ এবং পর্যটন শিল্পের বিকাশ ও বৈদেশিক মুদ্রা অর্জন যদি বাংলাদেশ করতে পারে এবং জি ডি পি বাড়াতে পারে আমরা কেন পারব না ?
কবি শাকিলা বেগম মঙ্গল কুমার বন্দ্যোপাধ্যায় ও কবি নীপা চক্রবর্তীর ছড়া গ্রন্থের পাঠ উন্মোচন করেন কবি কমল দে সিকদার,পীযুষ কান্তি ত্রিপাঠী, কবি অরুণ চক্রবর্তী ও সাকিল আহমেদ।
অনুষ্ঠানে কবি কমল দে সিকদারের ৮৪তম জন্মদিন পালন করা হয়।ইলিশ বাঁচানোর শপথ নিয়ে মানব বন্ধন গড়ে তোলা হয় রাজপথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *