রাজ্যের খবর প্রযুক্তি

ফলপ্রকাশ হল মাধ্যমিক ২০২৩ -এর ! আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে।

৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করছে পর্ষদ। ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থী। ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন পাশ করেছে। সার্বিক পাশের হার ৮৬.১৫ শতাংশ, ১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র।আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু, ঘোষণা পর্ষদ সভাপতির

প্রথম দেবদত্তা মাজি প্রাপ্ত নম্বর ৭০০- মধ্যে ৬৯৭ দুর্গাপুর কাটোয়া দূর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল, যুগ্ম দ্বিতীয় প্রাপ্ত নম্বর ৬৯১। দ্বিতীয় শুভম পাল। পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুল। এবং রিফত হাসান সরকার। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির,তৃতীয় স্থান অধিকারী প্রাপ্ত নম্বর ৬৯০, ,অর্ক মণ্ডল তৃতীয়। টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল। উত্তর ২৪ পরগনা। সৌম্যদীপ মল্লিক। বেড়াচাপা দেউলিয়া উচ্চবিদ্যালয়। উত্তর ২৪ পরগনা। মহম্মদ সরবর ইমতিয়াজ। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ। মাহির হোসেন। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ। স্বরাজ পাল। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ। অর্ঘদীপ সাহা। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *