আন্তর্জাতিক জেলার খবর দেশের খবর প্রযুক্তি ফ্যাশন বিনোদন রাজ্যের খবর

খেজুর গাছ ও শিউলিদের সংরক্ষণের উদ্যেশ্যে ডায়মন্ড হারবারে পালিত হলো আন্তর্জাতিক রসমতী উৎসব।

নাজির সেখ, ডায়মন্ড হারবারঃ ডায়মন্ড হারবারের পুরাতন কেল্লার মাঠে গঙ্গাবক্ষে শুরু হল আন্তর্জাতিক শিল্পকলা উৎসব রসমতী।

শুক্রবার এই উৎসবের সূচনা করেন লাল পাহাড়ির দেশে যা রাঙামাটি র দেশে যা গানের গীতিকার ও কবি অরুণ কুমার চক্রবর্তী।প্রধান অতিথি ছিলেন থার্ড আই য়ের কর্ণধার চিত্র গ্রাহক অতনু পাল,বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সাকিল আহমেদ।
আসাম ঝাড়খণ্ড এবং পশ্চিম বঙ্গের প্রায় পঞ্চাশ জন শিল্পী রসের উৎসব রসমতীর ছবি আঁকেন।
কুলো ক্রিয়েটিভ আর্ট সোসাইটির উদ্যোগে এই উৎসবে সম্পাদক সার ফুদ্দিন আহমেদ।তিনি জানান খেজুর গাছে ঘেরা এই হুগলি নদীর অববাহিকায় শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে ছবি এঁকেছেন।
বঙ্কিম পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ঝরেশ্বর চট্টোপাধ্যায় তাঁর তাতারসি গল্পটি র পটভূমি ব্যাখ্যা করেন।কবিতার সঙ্গে ছবির যুগলবন্দী আড্ডা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন চিত্র শিল্পী উমেশ চন্দ্র বেরা, সুরজিৎ চক্রবর্তী আলী আকবর ঝাড়খণ্ড থেকে পবন রায়, ভাস্কর কৌশিক পাল,পেন্টার সুব্রত বিশ্বাস প্রমুখ।
দুদিনের রসমতী উৎসবে দেদার বিক্রি হচ্ছে খেজুর রস খেজুর গুড় পাটালি পাটিসাপটা জয়নগরের মোয়া।ভার্চুয়ালি উৎসবে যোগ দিচ্ছে ছয়টি দেশ।
হুগলি নদীর অববাহিকায় জমে উঠেছে রসমতী উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *