আন্তর্জাতিক দেশের খবর বিনোদন রাজ্যের খবর

জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে এক যোগে অনুষ্ঠিত হল জাতীয় কবিতা উৎসব।

জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে এক যোগে অনুষ্ঠিত হল জাতীয় কবিতা উৎসব। একটি অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র নিউ দিঘা ও সেন্ট্রাল কলকাতার নলিনী গুহ সভাঘরে। দুটি উৎসবে শতাধিক কবি কবিতা পাঠ করেন এবং দীঘাশ্রী সম্মান পান। সুদূর আমেরিকা থেকে আসেন কবি তনুশ্রী ভট্টাচার্য এবং ইতালি থেকে আসেন কবি বিপুল বিহারী হালদার, দুবাই থেকে আসেন কবি সপ্তদ্বিপা অধিকারী, বাংলাদেশ থেকে আসেন কবি তৌহিদুল ইসলাম কনক, সুদূর কানাডা থেকে আসেন শিশু সাহিত্যিক বাদল ঘোষ প্রমুখ। ছয় দেশের উজ্জ্বল উপস্থিতিতে জমে ওঠে জাতীয় কবিতা উৎসব।অনুষ্ঠানে পৌরহিত্য করেন কবি অরুণ কুমার চক্রবর্তী ও কবি কমল দে সিকদার।
সম্মাননীয় অতিথি কবি ছিলেন কফি হাউস পত্রিকার সম্পাদক অশোক রায়চৌধুরী, কলকাতা দূর দর্শনের প্রাক্তন অধিকর্তা কবি পঙ্কজ সাহা। তাঁরা সাকিল আহমেদের জন্মদিন উপলক্ষে ও আশীর্বাদ করেন।
সাকিল আহমেদ সম্পাদিত ১৫০কবির কবিতা নিয়ে আইসক্রিম সংকলনের উদ্বোধন করেন পূবের কলম পত্রিকার সম্পাদক ও প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান।
সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন কবি কাজল চক্রবর্তী,কবি সৌমিত বসু ও সাঁঝবাতি সম্পাদক রিতা বেরা পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *