রাজ্যের খবর জেলার খবর প্রযুক্তি

‘খেলা হবে’ স্লোগান লিখলে বাতিল হবে উচ্চমাধ্যমিকের উত্তরপত্রের খাতা, কড়া বার্তা সংসদের

সম্প্রতি মাধ্যমিক (Madhyamik Examination) পরীক্ষার উত্তরপত্রে  ‘খেলা হবে’ স্লোগান কিছু পরীক্ষার্থী লিখছেন যা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। তাই  উচ্চমাধ্যমিকে এর পুনরাবৃত্তি ঠেকাতে চায় সংসদ।

২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। দ্বাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ এই পরীক্ষার খাতায় যাতে কেউ রাজনৈতিক স্লোগান না লেখে তা নিশ্চিত করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার গাইডলাইনে বলা হয়েছে, উত্তরপত্রে কোনও অশোভন বাক্য, ছবি বা রাজনৈতিক স্লোগান লেখা যাবে না। নির্দেশ অগ্রাহ্য করলে উত্তরপত্রটি বাতিল হবে। উচ্চমাধ্যমিক শুরু হবে সকাল দশটায়। একঘণ্টার মধ্যে কোনও পড়ুয়া হল থেকে বেরিয়ে গেলেও নির্দিষ্ট দিনের ওই উত্তরপত্র বাতিল করবে সংসদ। অভিভাবকরা স্কুলের প্রবেশপথ পর্যন্ত যেতে পারবেন।

মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিক চলাকালীন কিছু এলাকায় ইন্টারনেট (Internet) নিয়ন্ত্রিত হবে। এবার পরপর দু’বার বদলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি। উপনির্বাচন এবং সর্বভারতীয় জয়েন্টের দিন ঘোষণায় বারবার সূচি বদল হয়। ১২ এপ্রিল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। ভোট পিছনোর আবেদন মানেনি নির্বাচন কমিশন। নির্দিষ্ট দিনেই হবে ভোট। চলতি বছরে নিজেদের স্কুলেই হবে উচ্চমাধ্যমিক। অর্থাৎ প্রতিটি উচ্চমাধ্যমিক স্কুলে পরীক্ষা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *