স্বাস্থ্য রাজ্যের খবর

ক্যান্সসার রোগ প্রতিরোধের সচেতনতা শিবির বারাসাতে।

ক্যান্সসার রোগ প্রতিরোধের সচেতনতা শিবির বারাসাতে।

 

ক্যান্সসার রোগের প্রাথমিক পর্যায় কী কী লক্ষ্মণ এবং গ্রামীণ চিকিৎসকরা কীভাবে বুঝবে একজন রুগী ক্যান্সসার রোগে আক্রান্ত কী না এবং কিভাবে প্রতিরোধ করতে হবে তা নিয়ে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে এক কর্মশালা আয়োজন মেঘনা হেলথ কেয়ারের তত্ত্বাবধানে, কলকাতার ডিসান হসপিটালের উদ্যোগে গ্রামীন চিকিৎসকদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন হলো দক্ষিণ বারাসাত এলাকায় একটি বেসরকারি ভবনে।

গ্রামীণ চিকিৎসকরা ক্যান্সসার অর্থাৎ মারণ রোগের লক্ষণ বুঝতে এবং তা কীভাবে প্রতিরোধ করতে হবে তা নিয়ে সচেতনতা শিবির উপস্থিত ছিলেন ডিশান হসপিটালের ক্যান্সসার রোগ বিশেষজ্ঞ ডাক্তার অতুল নারায়ণ রাতু এবং ডিশান হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার সুরজিৎ ঘোষ। এদিন এই ক্যান্সসার সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেন জয়নগর, বারাসাত সহ বিভিন্ন এলাকার ৫০ জন গ্রামীণ চিকিৎসকরা উপস্থিত ছিলেন । কেউ যদি মারণ রোগে আক্রান্ত হয় বুঝতে পেরে তাকে কী পরামর্শ দেবে একজন গ্রামীণ চিকিৎসক হিসাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডিশান হাসপাতালের ক্যান্সসার বিশেষজ্ঞ ডাক্তার অতুল নারায়ণ রাতু। উল্লেখ্য মেঘনা হেলথ কেয়ারের কর্ণধার সমাজসেবী আক্রম হোসেন সরদার বিগত ২৫ বছর ধরে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছেন, গরিব অসহায় রোগীদের বিনা পয়সায় অপারেশনের ব্যবস্থা করে থাকেন সমাজসেবী আকরাম হোসেন সরদার। তাছাড়া বছরে বেশ কয়েকবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে থাকেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *