গত ১৫ অগস্ট থেকে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ৯ দিনে সেই প্রকল্পে এক কোটির বেশি মানুষ আবেদন করেছেন বলে টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার মমতা টুইট করে বলেন, ‘এটা বলতে আমার খুব আনন্দ হচ্ছে যে ২৪ অগস্ট পর্যন্ত এক কোটির বেশি মানুষ দুয়ারে সরকারে আবেদন করেছেন। এই বছর আমরা লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধুর মতো এক গুচ্ছ নতুন প্রকল্প নিয়ে এসেছি।’