নাজির সেখ, ডায়মন্ড হারবারঃ কোভিড স্বাস্থ্যবিধি মেনে ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজ এর মাঠে পালিত হল প্রজাতন্ত্র দিবস। সারা দেশের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলায় ডায়মন্ড হারবার মহকুমা তে শ্রদ্ধা ও সম্মানের সাথে পালিত হল প্রজাতন্ত্র দিবস। এই দিনটিতে সামনে রেখে ডায়মন্ড হারবার প্রশাসনের পক্ষ থেকে ডায়মন্ড হারবার কলেজ মাঠে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যদিও করোনা সংকটের কারণে এবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের পরিধি ছিল অনেকটাই কম। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ডায়মন্ড হারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা এ এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন। এরপর একে একে অভিবাদন গ্রহণ করেন । পরবর্তী পর্যায়ে ট্যাবলো প্রদর্শন ও সত্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান সমাপ্ত হয়।
