জেলার খবর রাজ্যের খবর

৫০ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিশেষ সম্মানে সম্মানিত করা হলো ডায়মণ্ড হারবার রবীন্দ্রভবনে।

তনুশ্রী ভাণ্ডারী, ডেস্ক:- ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে ডঃ শ্রী সর্বপল্লি রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদান ও প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় শিক্ষক দিবস। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার বর্তমান শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিত উৎসবের আমেজ হয়ে ওঠে রবীন্দ্র ভবনে শিক্ষক দিবস উদযাপন। এলাকার বর্তমান শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাশাপাশি থেকে শুরু করে রাজনৈতিক স্থরের নেতা নেত্রী ও প্রশসনিক আধিকারিকরা সভায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে শিক্ষক দিবসের আয়োজক তথা ডায়মন্ড হারবার ১ নং ব্লকের পূর্তের কর্মদক্ষ গৌতম অধিকারি জানান , আজ এখানে যত মানুষ উপস্থিত হয়েছেন প্রত্যেকে কোন না কোন পেশার সঙ্গে যুক্ত। তারজন্য প্রয়োজন শিক্ষা বাবা মায়ের পাশাপাশি শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শিক্ষা গুরু না থাকলে আজ আমরা কেউ এখানে দাঁড়াতে পারতাম না। সেইজন্য শিক্ষকদের সম্মান জানানো আমাদের কর্তব্য। আজ শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শিক্ষক দিবসের দিন আজ ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার বর্তমান কর্মরত শিক্ষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মান জানানো হয়ো। এদিন ৫০ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিশেষ সম্মানে সম্মানিত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *