২১শের মঞ্চ থেকে “জিতেগা INDIA” স্লোগান দিয়ে,১০০ দিনের টাকা আদায়ে দিল্লি চলোর ডাক অভিষেকের।
একুশের মঞ্চ থেকে ২৩ এর পঞ্চায়েত ভোটে যেভাবে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তৃণমূলকে প্রত্যেক জায়গায় মানুষের পঞ্চায়েত গড়েছে তাতে মানুষকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক।এদিন শহিদ মঞ্চ থেকে আবারও ১০০ দিনের কাজের টাকা নিয়ে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।গরিব মানুষের ভাত কিছুতেই মারতে দেবে না মমতা সরকার। টাকা আদায়ে দিল্লি চলোর কর্মসূচি ঘোষণা করলেন তিনি। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন গান্ধীগিরির পথে হেঁটেই ১০০ দিনের কাজের টাকা আদায়ের পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস।
সকলকে নিয়ে দিল্লিতে কৃষি ভবনের সামনে গিয়ে ধর্না দেবেন বলে হুঙ্কার দিয়েছেন অভিষেক। তিনি বলেন ৫ অগাষ্ট শনিবার সব বিজেপি নেতার বাড়ি ঘেরাও করুন। বাড়িতে বয়স্ক কেউ থাকলে ছেড়ে দিন। আর কোনও নেতাকে ছাড়বেন না,বেরোবে না ঢুকবে না। গণ ঘেরাও। সমস্ত টাউন ব্লক গণ বাড়ি ঘেরাও। তারপর এরা যার পা ধরে রাজনীতি করছে তাদের দফতর ঘেরাও হবে। এটাই কর্মসূচি। আমরা দিল্লির বহিরাগতদের কাছে মাথা বিক্রি করব না।আত্মসমর্পন করব না।