কল্লোল বিশ্বাস, ডেস্ক :- ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মহিলাদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতার কথা মাথায় রেখে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা
শনিবার সকালে হিলি থানার অন্তর্গত হাঁড়িপুকুর গ্ৰামের, মহিলাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতামূলক একটি প্রচার করার উদ্দেশ্যে
মূলত মহিলাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভার শেষে, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে, উপস্থিত মহিলাদের হাতে তুলে দেওয়া হয়
স্যানিটারি ন্যাপকিন।
এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থা সূর্যোদয়ের সম্পাদক শ্রীমতি স্নিকধা বিশ্বাস জানিয়েছেন
‘ প্রতিবছর বহু মহিলা স্বাস্থ্য সচেতনতার অভাবে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন, এবং তারই মধ্যে কিছু মহিলা মারাও যান।
সীমান্তবর্তী এলাকার গ্রামের মহিলাদেরকে মূলত সচেতন করতে এবং স্যানিটারি ন্যাপকিনের সঠিক প্রয়োগ কতটা গুরুত্বপূর্ণ, সেটি বোঝানোর উদ্দেশ্যেই আজকের এই সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে।
এছাড়াও আজকের এই দিনে(১১ই সেপ্টেম্বর)
আমাদের সংস্থার এক সহকর্মী মৃত্যুবার্ষিকী, তার মৃত্যু বার্ষিকীতে তাঁকে স্মরণ করে, তারই এই অসমাপ্ত কাজ, নারী স্বাস্থ্যজনিত সচেতনতামূলক কাজটি, আমরা সম্পূর্ণ করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত।
আমাদের সংস্থা ভবিষ্যতেও সীমান্তের ভেদাভেদ ভুলে, উভয় দেশের মহিলাদের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ’