আদা শর্মা (Adah Sharma)। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। তাঁকে প্রথম দেখা গিয়েছিল ২০০৮ সালে ভূতের ছবি ‘১৯২০’-তে। এই ছবিটি সফল হয়। এবং এই বছরেই ফ্লিমফেয়ারের তরফে সেরা নায়িকার খেতাব জিতে নেন তিনি। এর পর ২০১৪ সালে তাঁকে দেখা যায় ‘হাসি তো ফাঁসি’ ছবিতে। এছাড়াও সাউথে বেশ জনপ্রিয় আদা।
তবে বহুদিন ধরেই আদা(Adah Sharma) সিনেমা নয় ব্যস্ত রয়েছেন মডেলিং ও ফটোশ্যুট নিয়ে। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ তিনি। বিশেষ করে ইনস্টাগ্রামে। সেখানেই মাঝে মধ্যে নিজের জীবনের অনেক কিছুই শেয়ার করতে দেখা যায় নায়িকাকে।
১৪ ফেব্রুয়ারি ছিল ভি ডে। ভালবাসার দিন। এই দিন সবাই নিজেদের ভালবাসার মানুষের সঙ্গে মেতে থেকেছেন। বলিউডেও নানা সেলিব্রেশন চোখে পড়েছে। তবে আদা এই দিনটাকে একেবারে অন্যভাবে পালন করলেন। তাঁর জীবনে প্রেম বা প্রেমিক নিয়ে এই মুহূর্তে কিছু খবর নেই। আর তাই একাই(Adah Sharma) একেবারে অন্যভাবে সেলিব্রেট করলেন ভিডে।