বিউরো :- হলদিয়া পেট্রোকেমিক্যালসে বীভত্স আগুন। মঙ্গলবার দুপুরে আগুন লাগে। আগুনে দাউ দাউ করে জ্বলছে পেট্রোকেমিক্যালস। সমস্ত কর্মীদের তড়িঘড়ি নিরাপদ আশ্রয়ে বের করে আনা হয়েছে। শ্রমিকদের প্রায় এক কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এছাড়াও এইচপিএলের ভেতরে থাকা নিজস্ব চারটি দমকলের ইঞ্জিনও কাজে হাত লাগিয়েছে। সব মিলিয়ে মোট সাতটি ইঞ্জিন গিয়েছে ঘটনাস্থলে। এদিন হঠাত্ই পেট্রোকেমিক্যালসের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। ঠিক কী থেকে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়।
তবে জানা যাচ্ছে ন্যাপথায় আগুন লেগে থাকতে পারে। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে এখনও বড়সড় ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। তবে পেট্রোকেমিক্যালসের ভিতরে কেঊ আটকে পড়েছেন কিনা তা দেখছেন দমকলকর্মীরা। আগুন আয়ত্তে আনার জন্য তাঁরা চেষ্টা চালাচ্ছেন। হলদিয়া পেট্রোকেমিক্যালসে এখন শাটডাউন চলছে। অর্থাত্ সমস্ত যন্ত্রাংশের ইপিআর এর কাজ চলছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে কাজ চলাকালীন শর্ট সার্কিট থেকে এই কাণ্ড ঘটেছে।