বিউরো ঃ- একরঙা কিংবা প্রিন্টেড শিফন শাড়ির সঙ্গে অত্যন্ত খোলামেলা ব্লাউজে আলুপোস্ত, ডিম কষা, টমেটোর চাটনি রেঁধে ভাইরাল হয়েছিলেন রিম্পি ওরফে স্নেহা কর্মকার (Viral Video)। তবে মাত্র কয়েকটি ভিডিও শেয়ারের পর তাঁর ইউটিউব চ্যানেলে আর কোনও আপলোড দেখা যায়নি।
ফলে যাঁদের হৃদয়ে তিনি আগুন ধরিয়েছিলেন, তাঁরা রিম্পির খোঁজ পেতে মুখিয়ে ছিলেন (Bangla News)।
ফিরলেন তিনি (Bangla News)। কিন্তু এ বারে কোনও রেসিপি নিয়ে নয়। সঙ্গীত শিল্পী অনীক ধরের মিউজিক রিলিজের পর থেকে ফের চর্চায় তিনি।শোভন-বৈশাখীর ‘টুরু লাভ’ নিয়ে গান বেঁধেছেন অনীক। আর সেই গানে বৈশাখী স্বরূপ চরিত্রে আর কেউ নন, রয়েছেন ভাইরাল রিম্পি।
আলুপোস্ত, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, ডিম কষা, ডিমের কারি, টমেটোর চাটনি আর মিষ্টি কুমড়োর ভর্তা। ইউটিউবে Unique Village Food নামে চ্যানেলে রয়েছে মাত্র এই কয়েকটা রেসিপি। তারপরেও হিট চ্যানেলের সুপারহট রাঁধুনি রিম্পি। তাতেই মজে নেটাগরিকরা। মাত্র কয়েক মাসে তাঁর ভিডিওর ভিউয়ার্সের সংখ্যা লক্ষ লক্ষ। তবে রিম্পির ইউএসপি রান্নায় ছিল না, ছিল তাঁর লুকে (Viral News)। খোলামেলা ব্লাউজে খোলা আকাশের নীচে বসে গ্যাস-সিলিন্ডার নিয়ে রান্না করে তাক লাগাতেন তিনি। তবে সেই চ্যানেলে বেশ কয়েকমাস কোনও আপলোড নেই।এ দিকে অনীকের গানে কখনও লাল বেনারসি, কখনও আবার কালো শিফন শাড়ি এবং সিগনেচার খোলামেলা ব্লাউজে তুমুল নেচে ঝড় তুলেছেন রিম্পি। অনীকের সঙ্গে শ্যুটিংয়ের নানান মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। অনীকের গান, ‘আমি তোর শোভন, তুই আমার বৈশাখী’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দিন কয়েক আগে অনীকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই গান। গানের কথা, সুর সবই অনীক ধরের। ইতিমধ্যেই প্রায় কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই গান।