রাজ্যের খবর আন্তর্জাতিক দেশের খবর

স্বপ্নপূরণের সাক্ষী হলো হ্যাম রেডিও।

স্বপ্ন যখন মানুষকে আসা জাগায়, পরক্ষণে আবার এই স্বপ্ন যখন পূরণ না হয় তখন এই স্বপ্নই মানুষকে হতাশায় ভোগায়, আর এই হতাশা থেকেই আসে মানসিক অবসাদ ছিন্ন ভিন্ন হয়ে জীবন, না একোনো ফিল্মের বা কাহিনী ঘটনা নয়, এমনই এক বাস্তব ঘটনার সাক্ষী আমরা মানে হ্যাম রেডিও। গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে ক্যানিং বাজারে অপরিচিত একজন যুবককে ঘোরাঘুরি করতে দেখে চোর সন্দেহ হয় স্থানীয়দের, তার সঙ্গে কথা বলে বুঝতে পারেন এ এক পথ ভোলা ভিনদেশি যুবক, বিষয়টি তারা ক্যানিং মহকুমার ম্যাজিস্ট্রেট সাহেবের নজরে আনেন, ম্যাজিস্ট্রে নির্দেশ পেয়ে ক্যানিং থানার আইসি ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করেন, যুবকটিকে রাখা হয় বামানগরের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে, হ্যাম রেডিওর রাজ্য সম্পাদক অম্বরিশ বাবু এবং তার এক সরকারি দিবস মন্ডল যুবকটির সঙ্গে বেশ কয়েক বার কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন, ঝাড়খণ্ড গুজরাট উত্তর প্রদেশ হিমাচল প্রদেশ প্রভৃতি রাজ্যে খোঁজ শুরু হয়, অবশেষে মধ্যপ্রদেশের সাতনা জেলার নাদান থানার গোবরী গ্রামে, যুবকটির নাম বিপিন সাকেত বাবা রাম কুমার সাকেত চার ছেলেকে নিয়ে বসবাস করেন, পরিবার সূত্রে কথা বলে যেটা জানা যায়, বিপিন পড়াশোনায় স্নাতক, বিভিন্ন চাকরির পরীক্ষাও দিচ্ছিলেন, কোন পরীক্ষাতেই সফল হতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে পড়ে, প্রায় এক বছর আগে হঠাৎই একদিন বিপিন বাড়ি থেকে বেরিয়ে যান, বাড়ির লোকজন বেশ খোঁজাখুঁজিও করেন। কোনোভাবেই ওনার খোঁজ পাচ্ছিলেন না, অবশেষে হ্যাম রেডিওর প্রতিনিধির মাধ্যমে খোঁজ পান, আজ তার বাবা এবং তার এক দাদা এসেছেন বিপিনকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে, ক্যানিং মহাকুমার ম্যাজিস্ট্রেট সাহেবের অনুমতি ক্রমে ও আইসি ক্যানিং থানার সহযোগিতায় তার পরিবারের সঙ্গে মিলিয়ে দিতে পেরে আমরা ভীষণ খুশি, তারা ধন্যবাদ জানিয়েছেন ক্যানিং এর মহকুমা শাসক, ক্যানিং থানা, এবং হ্যাম রেডিও কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *