অনুশ্রী ভান্ডারী ডেক্সঃ- প্রত্যেক বছর সরস্বতী পূজার দিন ফুটবল খেলার আয়োজন করে থাকে ডায়মন্ড হারবার আলিঙ্গন ক্লাব।
দক্ষিণ 24 পরগনা জেলার এই বৃহত্তম ফুটবল খেলা এই বছর করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য হবে না। ক্লাব সম্পাদক সাবির আহমেদ ও ক্রীড়া সম্পাদক বাকিবুল্লা বলেন, করোনা সংক্রমনের কথা ভেবে আমরা এবছরের খেলা আপাতত স্থগিত ঘোষণা করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী দিনক্ষণ জানিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, এবছর 3, 5 ও 6 ফেব্রুয়ারি খেলা হওয়ার কথা ছিল ডায়মন্ড হারবার হাইস্কুল ময়দানে। খেলা না হলেও বেশ কিছু সামাজিক অনুষ্ঠান করা হবে। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 5 ফেব্রুয়ারি ডায়মন্ড হারবার এম বাজারের সামনে স্বেচ্ছায় রক্তদান শিবির, দুস্থদের বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ এবং একটি মেডিকেল ক্যাম্প করা হবে।
