বিউরোঃ কেরলের চেঙ্গানুর জেলায় আঁতকে ওঠার মতো ঘটনা। স্ত্রীর প্রেমিকের গোপনাঙ্গ লক্ষ্য করে গুলি চালালেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, গুরুতর অবস্থায় আহত ব্যক্তিকে তিরুবল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে পারে চেঙ্গানুর পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার এই ঘটনা ঘটেছে। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে পুলিশকে জানায়।
পুলিশ জানিয়েছে, জখম ৪৫ বছরের ব্যক্তি মুণ্ডনকাভুতে অভিযুক্তের স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। অভিযুক্ত (৪৬)-র সঙ্গে তাঁর স্ত্রী (৪০) বিবাহবিচ্ছেদের আর্জিও দাখিল করেছেন। কিন্তু গত শনিবার অভিযুক্ত মুণ্ডনকাভুতে আসেন এবং স্ত্রীর প্রেমিকের গোপনাঙ্গ লক্ষ্য করে এয়ার পিস্তল থেকে গুলি চালিয়ে দেন।