বিউরোঃ সোশ্যাল মিডিয়ার(Social Media) দৌলতে বীরভূমের ভুবন বাদ্যকরের(Bhuban Badyakar) তৈরি কাঁচা বাদাম গানটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ভাইরাল এই গানে কখনও নাচতে দেখা যাচ্ছে তারকাদের কখনও আবার দেশ বিদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারদেরও। সোশ্যাল সাইটে ট্রেন্ডিং(Trending) হ্যাশট্যাগ বাদাম (#Badam)। আর যেখানে ট্রেন্ড সেখানে যে উর্ফি জাভেদ (Urfi Javed) থাকবেন তা আর বলার অপেক্ষা রাখে না। এবারও তার অন্যথা হল না।
