সরিষা হাটের মধ্যে জোড়া খুন ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার সরিষা হাটে। নিহত নুর সালাম বেগ বাগদার বাসীন্দা বলে জানা গেছে
স্থানীয় সূত্রে জানা যায়, বাগদার বাসীন্দা নুরসালাম বেগ সরিষা হাটে বাজারে আসে সকাল বেলা বাজার করতে সেই সময় কয়েকজন দুষ্কৃতকারী তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়,ঘটনাস্থলে মৃত্যু হয় নুর সালাম বেগের। অন্যদিকে দুষ্কৃতকারীদের মধ্যে একজনকে ধরে ফেলে সাধারণ মানুষ গণ পিটুনিতে মৃত্যু শরিফ মোল্লা নামে এক দুষ্কৃতী। এর পরই
ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনে আসেন অ্যাডিশনাল পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী। স্থানীয় সূত্রে জানা যায় চারজন দুষ্কৃতিকারী এসেছিল। বাইকে করে তার মধ্যে পালাতে গিয়ে একজনকে পুলিশ ধরে ফেলে অন্য জনকে সাধারণ মানুষ গণপিটুনিতে মৃত্যু হয়।
নুর সালাম বেগ স্থানীয় তৃণমূল কর্মী বলে জানা যায়। তবে কি কারণে কোন তা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না গোটা ঘটনার তদন্তে নেমেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
