তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ-
কথায় আছে মেয়েরা সর্ব হাতে দশোভূজা, তারা রান্নার হেঁসেল সামলানোর সাথে সাথে বিভিন্ন ক্রীড়াতে ও তারা দক্ষ। এর ফল স্বরূপ মহিলাদের খেলাধুলার মানোন্নয়নের লক্ষ্যে নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করলো সাগর ব্লকের ফুলবাড়ী জুনিয়র স্পোটিং ক্লাব। মঙ্গলবার থেকেই এই খেলা চালু হয়। ফাইনাল হল শুক্রবার। জয়ী হয় সাগর ফুলবাড়ী স্পোর্টিং কোচিং সেন্টার। উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আব্দুল সামির শাহ।