তনুশ্রী ভান্ডারী ঃ- সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর লোকসভা কেন্দ্রে ফের খেলা হবে। আবারো একবার অনুষ্ঠিত হতে চলেছে এমপি কাপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে শুরু হয়েছিল এই ফুটবল প্রতিযোগিতা। প্রথম বছর থেকেই তা বাংলা তথা দেশজুড়ে দারুণ সাড়া ফেলেছে, গতবছর মহামারীর কারণে হয়নি এই প্রতিযোগিতা। কিন্তু এইবার ফুটবলপ্রেমীদের নিরাশ করছেন না মাননীয় সংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আবারো জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সবুজ সংকেত দিয়েছেন। তবে করোনা বিধি মেনে রবিবার সাংসদের তরফে এমপি কাপ টুর্নামেন্টের দিনক্ষণ ঘোষণা করা হলো। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের প্রতিযোগিতা, চলবে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত।অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্র থেকে মোট ১২৮টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। সাতটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুরসভা থেকে দলগুলি প্রতিনিধিত্ব করবে। লিগ কাম নকআউট ফরম্যাটেই হবে খেলা। শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ও ফাইনাল। সঙ্গে জমকালো উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের ।অভিষেকের সঙ্গে আলোচনা করেই টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যরা টুর্নামেন্টের রূপরেখা তৈরি করবেন।
