নাজির সেখ:- উৎসব মরশুম আসন্ন। বিগত বেশ কয়েক বছর ধরেই ডায়মন্ড হারবার লোকসভার বিভিন্ন দুর্গাপূজা কমিটি গুলিকে আর্থিক সাহায্য সহ শারদীয়া উপহার প্রদান করছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার অন্যথা হয়নি এবারও। প্রতি বছরের ন্যায় এই বছরও সাংসদের উদ্যোগে ডায়মন্ড হারবার ২ নং ব্লকের বিভিন্ন পূজা কমিটির হাতে আর্থিক সাহায্য সহ শারদীয়া উপহার তুলে দেওয়া হল।
ডায়মন্ড হারবার ২ নং ব্লকের সরিষা আশালতা ভবনে সরিষা , মাথুর , পাতড়া , কামারপোল এবং নূরপুর , মাথুর , খোর্দ্দ অঞ্চল সহ ২ নং ব্লকের প্রায় ১২০ টি পূজা কমিটির হাতে সাংসদের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ,ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার ,সরিষা অঞ্চলের পর্যবেক্ষক সামিম আহমেদ , ডায়মন্ড হারবার ১ নং ব্লকের পূর্তের কর্মাধ্যক্ষ গৌতম অধিকারী ,ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরুময় গায়েন , সহ সকল পদাধিকারীগণ।
অতিমারি পরিস্থিতি চললেও চলতি বছরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত পূজা কমিটি গুলিকে উপহার এবং মহিলা পরিচালিত সমস্ত পূজা কমিটি গুলিকে বিশেষ উপহার প্রদান করেছেন। অতিমারি আবহে সাংসদের তরফে উপহার পেয়ে খুশি সকল পূজা কমিটি গুলি।