জেলার খবর

সহপাঠীর অত্যাচারে আশঙ্কাজনক অবস্থা উস্থির পড়ুয়ার!!

তনুশ্রী ভান্ডারী ডেস্ক,  ডায়মন্ডহারবার, ঃ-সহপাঠীর যৌন নির্যাতন এই আশ্চর্যজনক অবস্থা হয়েছিল উস্থির বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণীর পড়ুয়ার। হোস্টেলের আবাসিক ছাত্র ও রুম ইনচার্জকে দফায় দফায় জেরা করে এমনটাই জানতে পেরেছে পুলিশ।অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে ।
নাবালক হওয়ায় তাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে জুভেনাইল জাস্টিস বোর্ড। কি কারনে কিশোরের উপর হামলা চালালো অভিযুক্ত তাও আবার এমন নৃশংস কায়দায়, তা খতিয়ে দেখছে পুলিশ । তবে অভিযুক্ত কিশর মোবাইলে বিভিন্ন সাইটে অশ্লীল ভিডিও দেখতে বলে জানতে পেরেছে পুলিশ। তাই যৌন নির্যাতনের তথ্যই ক্রমশ জোরালো হচ্ছে। ওই ছাত্র এখনো এসএসকেএম-এ চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে অভিযুক্ত নাবালক ছাত্রের সঙ্গে পুরনো কোনো ঝামেলার জেরে নাকি পরিকল্পনা মাফিক নির্যাতন তা খতিয়ে দেখা হচ্ছে। গত ৩০ মার্চ রাতে উস্থির মালঞ্চ মিশন উচ্চমাধ্যমিক আবাসিক স্কুলের ঘটনার পর থেকেই নির্যাতনকারী কে বা কারা তা নিয়ে ধন্দে ছিল পুলিশ। তদন্তে নেমে পুলিশ স্কুলের ওই হোস্টেলের এক ঘরে থাকা কুড়ি জন ছাত্র ও রুম ইনচার্জকে দফায় দফায় জেরা চালিয়ে যায়। ডায়মন হারবার এর এসডিপিও মিথুন কুমার দে প্রত্যেককে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ চালান।টানা জেরায় শেষ মেশ ভেঙে পড়ে নির্যাতিত কিশোরের এক সহপাঠী, অপরাধের কথা স্বীকার করতেই তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার জুভেনাইল আদালতে তোলা হলে বিচারক তাকে হোমে পাঠানোর নির্দেশ দেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *