সামনেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আবার বছর ঘুরলেই দিল্লি মসনদ দখলের লড়াই।
দুয়ারে সরকারের পর এবার আবারো নয়া কর্মসূচী নিয়েছে রাজ্যের শাসক দল, যার পোশাকি নাম ‘দিদির সুরক্ষা কবচ’।
রাজ্য সরকারের 15 টি প্রকল্প কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কর্মসূচিতে দিদির দুত হয়ে এলাকার সাধারণ মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন সাড়ে ৩ লক্ষ তৃণমূল কর্মী।
এই বিষয়টি নিয়ে, রাজ্যের প্রতিটি বিধান সভাতেই শুরু হয়েছে সাংবাদিক সম্মেলন। অন্যান্য অঞ্চলগুলির মতই, দিদির সুরক্ষা কবচ নিয়ে শনিবার ডায়মন্ড হারবার বিধানসভার সরিষায়, সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক পান্নালাল হালদার।
দিদির সুরক্ষা কবচ নিয়ে তিনি কি বললেন দেখে নিন…
পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রণব দাস, ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভানেত্রী মনমোহিনী বিশ্বাস, ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার, ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃনমূল সভাপতি অরুময় গায়েন, সরিষা অঞ্চলের যুবনেতা সামিম আহমেদ সহ তৃণমূল নেতৃত্বরা। ডায়মন্ড হারবার বিধানসভার ৮ টি অঞ্চলে আগামী দুই মাস ধরে এই কর্মসূচি চলবে।