মহিলাদের উচ্চশিক্ষার জন্য পূর্ব ভারতের গর্ব ও প্রথম ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় তৈরী করে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১০০ জন ছাত্রী স্বেচ্ছাসেবী নিয়ে ন্যাশনাল সার্ভিস স্কিম (NSS) ইউনিট গঠিত হয় ২০২০ সালে এন.এস. এস ইউনিট প্রথমে ডায়মন্ড হারবার ২ নং ব্লকের সরিষা গ্রাম পঞ্চায়েত এর অধীনে নওসা গ্রাম । বিশেষ পরিচর্যা র জন্যই দত্তক নেওয়া হয়। গ্রামের মানুষদের শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে বিশেষ যত্ন নেওয়া শুরু হয় ২০২২ সালে রাজ্য সরকারের সৌজন্যে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সার্ভিস স্কিম বিভাগ এর নথিভুক্ত হয় ও আর্থিক সহায়তা পেতে শুরু করে সমাজকল্যাণ মূলক কাজে…
১৩ ই মার্চ ২০২৩ সালে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি এর এন. এস. এস. ইউনিট শুরু হয় বিশেষ কর্মীসূচী। যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিশ্ববিদ্যালয় এর অডিটোরিয়াম হলে।উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপিকা কাজল দে, রেজিস্ট্রার অধ্যাপক মোঃ সায়েদুর রহমান। প্রধান অতিথি ও বিশেষ বক্তা ছিলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার কোভিড যোদ্ধা ডাঃ মোঃ আকবর হোসেন,জয়ন্ত কুমার দাস.শিক্ষক নওসা হাই স্কুল.. সহ প্রোগ্র্যাম অফিসার ডঃ মধুমিতা মজুমদার।প্রোগ্রাম কো -অর্ডিনেটর ডঃ ইন্দ্রানী ঘোষ.. অধ্যাপিকা অপরাজিতা হাজরা সহ। বিভিন্ন বিভাগের শিক্ষক বৃন্দ। এবছরের বিষয় ভাবনা ছিলো স্বাস্থ্য পুষ্টি ও পরিবার কল্যাণ এই বিষয়ের উপর দত্তক নেওয়া নওসা গ্রামের.. নওসা হাই স্কুলে বসে আঁকা প্রতিযোগিতা… চক্ষু পরীক্ষা শিবির.. শিশু স্বাস্থ্য পরীক্ষা… মহিলা দের জন্যই বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সচেতনতা মূলক আলোচনা… পশু পরীক্ষা শিবির.. এর আয়োজন করা হয়…প্রধান অতিথি ডাঃ মোঃ আকবর হোসেন জানান, জেলার স্বাস্থ্য দপ্তর ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় এর এন. এস. এস. ইউনিট এর পাশে থেকে সবসময়েই স্বাস্থ্য বিষয়ক কাজে সহযোগিতা করবেন ও বর্তমান সময়ে মধুমেহ.. উচ্চরক্তচাপ.. ক্যান্সার.. সহ মানসিক অসুস্থতা কাটাতে জীবন যাত্রা ও খাদ্য অভ্যাসের পরিবর্তন দরকারএবং আশাবাদী এই ইউনিট রোগমুক্ত নতুন সমাজগঠনে বিশেষ ভূমিকা নেবে।এই ইউনিট এর স্বেচ্ছাসেবীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পস সহ ডায়মন্ড হারবার নদীর পাড় পরিষ্কার পরিছন্নতায় বিশেষ ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয় এর রেজিস্টার অধ্যাপক সায়েদুর রহমান জানান, সবসময়েই ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিট এর পাশে আছেন এবং আগামীদিনে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির এই বিশেষ ইউনিট সমাজকল্যানে ও নতুন দূষণমুক্ত সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করবে।