বিউরোঃ – ডায়মন্ড হারবার
বিপন্ন মানুষ দুর্ঘটনায় পড়ে প্রাণ যায় যায় সেরকম পাঁচজনকে উদ্ধার করে গভীর রাতে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে প্রাণ বাঁচানোর পাশাপাশি উদ্ধার হওয়া প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণ অলংকার ফিরিয়ে দিলেন ডায়মন্ড হারবারের যুবক রেজাউল করিম মল্লিক।
স্থাপন করলেন দৃষ্টান্ত।
ফকির চাঁদ কলেজের পিছনে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি গভীর রাতে একটি সেলুনে ধাক্কা মেরে দোকানের ভিতর ঢুকে যায়।ফোন পেয়ে ছুটে আসেন উদ্ধার করতে এলাকার মানুষ।ফোন যায় কাউন্সিলর অমিত সাহার কাছে।এলাকার মানুষ মহকুমা স্পোর্টস এসোসিয়েশনের সম্পাদক রেজাউল করিম মল্লিক রাতের অন্ধকারে ছুটে যান উদ্ধার কাজে।গাড়ির মধ্যে পড়ে থাকা প্রায় লক্ষাধিক টাকার গয়না একটি ছোট্ট ব্যাগে পড়ে ছিল।সেটি কাছে রেখে দেন রেজাউল তারপর ফোন নম্বর জোগাড় করে বাড়ির লোকের হাতে তুলে দেন।তাঁর এই সততার দৃষ্টান্তে খুশি
এলাকার মানুষ।ফলতা থানার বঙ্গ নগরের বাসিন্দা সঞ্জু মন্ডল সহ পাঁচ জনকে উদ্ধার করেন সমীর,সুমন ও রেজারা।
