বিউরো ঃ- বিজয়াদশমী চলে গেলেও বাঙালির মনের উত্সবের রেশ এখনও পর্যন্ত পুরোদমে থেকে যায়। কারণ তার কয়েকদিন পরেই ঘরে ঘরে আরাধনা করা হবে মা লক্ষ্মীর। লক্ষ্মী পুজোর বেশ কয়েকটা দিন আগে থেকেই পুজোর বাজার জমজমাট হয়ে ওঠে। গৃহস্থ বাড়ি সেজে ওঠে ফুল এবং আলপনায়।
মা লক্ষ্মী হলেন সুখ, সমৃদ্ধি এবং সম্পদের দেবী। তাই সংসারে সমৃদ্ধি ফেরাতে সঠিক নির্ঘণ্ট মেনেই করুন দেবীর আরাধনা।
✓বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী
•পূর্ণিমা তিথির শুভারাম্ভ
১৯ শে অক্টোবর ( ১ কার্তিক ) , মঙ্গলবার
সময়কাল – রাত ৭ টা o৫ মিনিট
•পূর্ণিমা তিথির সমাপ্তি
২০ অক্টোবর ( ২ কার্তিক ) , বুধবার
সময়কাল – রাত ৮ টা ২৮ মিনিট
•পূর্ণিমার ব্রতোপবাস
সময়কাল – সন্ধ্যা ৫ টা ০৪ মিনিট গতে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের মধ্যে
✓ গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী
•পূর্ণিমা তিথির শুভারম্ভ
১৯ শে অক্টোবর ( ১ কার্তিক ) , মঙ্গলবার
সময়কাল – সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিট ২১ সেকেন্ড
•পূর্ণিমা তিথির সমাপ্তি
২০ অক্টোবর ( ৩ কার্তিক ) , বুধবার
সময়কাল – সন্ধ্যা ৭ টা ৩৬ মিনিট ৩১ সেকেন্ড
•মা লক্ষ্মীর পুজো
সন্ধ্যা ৫ টা ৪ মিনিট ৪৬ সেকেন্ড থেকে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট ০৬ সেকেন্ডের মধ্যে