অর্থনীতি জেলার খবর রাজ্যের খবর

সংঘের সদস্যের স্মৃতিতে নানান মানবিক পরিষেবা

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়াঃ 
আমতা ১ নং ব্লকের খোশালপুর বীনাপাণী আরাধনা সংঘ সংঘের সদস্যের স্মৃতিতে ২ দিন ব্যাপী নানান মানবিক পরিষেবা অনুষ্ঠিত করল।
সংঘের কিশোর সদস্য শুভ্রজিৎ কর্মকারের অকাল প্রয়াণে তাঁর স্মৃতিতে ২ দিন ব্যাপী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন খোশালপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা সাঁতরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ফরিদ মল্লিক। অনুষ্ঠান ডালিতে ছিল রক্তদান শিবির, বৃদ্ধদের যষ্ঠি(লাঠি) প্রদান, প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান ও দুঃস্থ মানুষদের জন্য বস্ত্র বিতরণ।
শুভ্রজিৎ কর্মকারের স্মৃতিতে রক্তদান শিবিরে ৩১ জন মহিলা সহ ৬৯ জন রক্তদান করেন। এই রক্তদান শিবিরে সংখ্যালঘু সম্প্রদায়ের পুরুষ ও মহিলাদের রক্তদানের সংখ্যা ছিল উল্লেখযোগ্য।
একজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়।৭৫ জন বৃদ্ধকে যষ্ঠী( লাঠি) এবং ১০০ জন দুঃস্থ – অসহায় মানুষকে বস্ত্র বিতরণ করা হয়।২ দিনই ছিল সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান।
২ দিন ব্যাপী নানান মানবিক পরিষেবা অনুষ্ঠানে এলাকায় ব্যাপক সাড়া ফেলে।হিন্দু – মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ মেল বন্ধনের সেতুকে আর ও সুদৃঢ় করে তোলে।
বিশিষ্ট সমাজসেবী অশোক ধাড়া প্রাঞ্জলভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *